“আ.লীগের ১৫১ প্রার্থী চূড়ান্ত” শীর্ষক প্রকাশিত সংবাদ প্রসঙ্গে- শাহ্ ওমর
ই-বার্তা
প্রকাশিত: ২৭শে অক্টোবর ২০১৭, শুক্রবার
| সন্ধ্যা ০৭:৫০
প্রতিক্রিয়া
ই-বার্তা ।। মতামত ।। ১৫১ সংসদের সম্ভাব্য আগামী সাংসদ নির্বাচন নিয়ে অনলাইন খবর আমাদের সময় এর প্রতিবেদক; ১৫১জন আওয়ামীলীগ নেতা কে গায়ে পেট্রোল ঢেলে হাতে দিয়াশলাই ধরিয়ে দেয়ার মতই রিপোর্ট ছিলো।
১৫১ এর শীর্ষক নিউজ দেখে যারা উচ্ছ্বাসে মিষ্টির হাড়ি পেতে বসেছেন! তাঁদের বোকামির শাস্তি নিজেদেরই পেতে হবে।
কিছু খবরের এক্যুরেসি পজিটিভ দেখতে মনে হলেও কিন্তু আসলেই পজিটিভ না। এটাই এইজ অব ইয়্যালো জার্নালিজমের ঐতিহাসিক সার্কুলেশন/টি.আর.পি বাড়ানোর প্রসেস।
খুশি হয়ে শুধু মিষ্টি না, পারলে প্রতিহালি ধরে বিয়েও করে ফেলেন। ভালোবাসায় কিংবা সরকারের চলতি উন্নয়নের প্রচার প্রসার করে আপনারা নৌকার ভোট বাড়াতে না পারার ব্যর্থতা গুঁজতে হলেও বেশিবেশি বিয়ে করুণ। তাও অন্তত বউকে যদি বুঝাতে পারেন!
নৌকার বিজয়ের চাইতে, নিজেদের বিজয় নিশ্চিত করতেই আপনারা বেশি মরিয়ে হয়েছেন। অঘটন ঘটিয়ে বসার মানুষ আপনারাই।
নোটঃ শেখ হাসিনার সরকার যে হারে উন্নয়নের জোয়ার অব্যাহত রেখেছেন, গত কোন সরকারের আমলে কোন প্রধানমন্ত্রী করে দেখাতে পারেনাই।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের জন্যে যা করছে!তার ৫ ভাগের ১ভাগও যদি তারা এই স্যোসাল নেটওয়ার্কের কল্যাণে জানতে পারতো! নিশ্চিত তারা প্রতিমুহূর্তে শেখ হাসিনার নাম ধরে জিকির করতো।
লেখকঃ শাহ্ ওমর।
শিক্ষার্থী, গণমাধ্যম ও সাংবাদিকতা বিভাগ।
স্ট্যামফ্যোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ।
আগের খবর মুসলমানদের কিবলা যেভাবে নির্ধারণ হয়
পরবর্তী খবর ফারুকীর ডুবের পোস্টমর্টেম