সৌদি নারীরা স্টেডিয়ামে খেলা দেখার অনুমতি পাচ্ছেন
ই-বার্তা
প্রকাশিত: ৩০শে অক্টোবর ২০১৭, সোমবার
| বিকাল ০৩:০৮
আরব বিশ্ব
ই-বার্তা ।। সৌদি আরবের নারীরা প্রথমবারের মতো স্টেডিয়ামে খেলা দেখার অনুমতি পাচ্ছেন। আগামী বছর থেকে তারা স্টেডিয়ামে যেতে পারবেন বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা।
সৌদি আরবের রিয়াদ, জেদ্দা ও দাম্মামের স্টেডিয়ামে পরিবারের সদস্যদের নিয়ে খেলা দেখার সুযোগ দেয়া হচ্ছে। শিগগিরই তিনটি স্টেডিয়ামে এ সংক্রান্ত প্রস্তুতি শুরু হবে বলে জানিয়েছে দেশটির ক্রীড়া কর্তৃপক্ষ।
নারী স্বাধীনতায় আরো একটি পদক্ষেপ নিলো দেশটি। সৌদি আরবের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে বড় পদক্ষেপ নিয়েছেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান। এরই অংশ হিসেবে নারীদের সুযোগ সুবিধা বাড়ানোর উদ্যোগ নেয়া হয়েছে।
পরবর্তী খবর জমজম কূপ সাত মাস বন্ধ