পরমাণু প্রযুক্তি দিবস পালন করবে ইরান


ই-র্বাতা প্রকাশিত: ৯ই এপ্রিল ২০১৭, রবিবার  | দুপুর ১২:৫৮ আরব বিশ্ব

ই-বার্তা প্রতিবেদক।। ইরানের তিন পরমাণু প্রকল্প উন্মোচন করার কথ্যা রয়েছে আজ। পরমাণু ক্ষেত্রে ইরান ৫০ শতাংশ বেশি সফলতা অর্জন করেছে ।এক সংবাদ সম্মেলনে ইরানের আণবিক শক্তি সংস্থা বা এইওআই’র প্রধান আলী আকবর সালেহি জানান।

ইরানের গাজভিন, আলবোর্জ এবং ইয়াজদ প্রদেশে এ তিন প্রকল্প উন্মোচনের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। আজ পরমাণু প্রযুক্তি দিবস পালন করবে ইরান এবং এ উপলক্ষে এ তিন প্রকল্প উন্মোচন করা হবে। মার্চে শেষ হওয়া গত ফার্সি বছরে পরমাণু ক্ষেত্রে ইরানের সফলতা তুলে ধরে একটি প্রদর্শনীও আজ শুরু হবে।

তিনি আরো জানান, পূর্বেকার বছরের তুলনায় গত বছর ইরান পরমাণু ক্ষেত্রে ৫০ শতাংশের ও বেশি সফলতা অর্জন করেছে।

সর্বশেষ সংবাদ

আরব বিশ্ব এর আরও সংবাদ