মুক্তি পেলেন হোসনি মোবারক


ই-বার্তা প্রকাশিত: ২৪শে মার্চ ২০১৭, শুক্রবার  | বিকাল ০৫:৫০ আরব বিশ্ব

ই-বার্তা প্রতিবেদক : ছয় বছর বন্দী থাকার পর মিসরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট হোসনি মোবারক মুক্তি পেয়েছেন ।শুক্রবার তাকে মুক্তি দেওয়া হয়।


মোবারক ২০১১ সালে তাকে গ্রেপ্তার হন। সরকারবিরোধী বিক্ষোভকারীদের হত্যা করার অভিযোগ ছিলো তার বিরুদ্ধে। আরব বসন্ত নামক আন্দোলনে পুলিশ ও সেনাবাহিনীর গুলিতে ৮৪৬ জন বিক্ষোভকারী নিহত হলে ক্ষমতাচ্যুত হন মোবারক। ওই বছরের এপ্রিলে তাকে বন্দী করা হয় ।




বিবিসি জানায় হোসনি মোবারক ইতোমধ্যে নিজ বাড়িতে চলে গেছেন। অসুস্থ থাকায় কায়রোর দক্ষিণাঞ্চলের একটি সামরিক হাসপাতালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে ছিলেন তিনি। চলতি মাসের শুরুতে মিসরের উচ্চ আদালত বিক্ষোভকারীদের হত্যার অভিযোগ থেকে মোবারককে খালাসের আদেশ দেন।




e-barta/m

সর্বশেষ সংবাদ

আরব বিশ্ব এর আরও সংবাদ